দুয়ারে মদ নয় কাজ চাই, প্রতিবাদ জানিয়ে আবগারি দফতরের সামনে বিক্ষোভ AIDYO সংগঠনের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুয়ারে মদ নয় কাজ চাই, রাজ্য সরকারের ঘোষিত দুয়ারে মদ প্রকল্পের প্রতিবাদ জানিয়ে নদীয়া জেলার কৃষ্ণনগরে আবগারী দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো AIDYO জেলা নেতৃত্ব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে মদ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। মূলত তারই প্রতিবাদে এদিন AIDYO জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখায় তারা। তারা বলেন, গত ৮ই ফেব্রুয়ারি ঠিক একই দাবিতে তারা কলকাতায় আবগারি দপ্তর এর সামনে বিক্ষোভ দেখায়। সেদিন প্রশাসন তাদের বিক্ষোভ আটকে দেয় এবং প্রায় 50 জন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। সেই কারণেই তারা জেলায় জেলায় আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছে। তাদের দাবি, অবিলম্বে এই প্রকল্প বাতিল করুক সরকার। তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মদ নয় কাজ চাই। মদ কখনোই সুস্থ সমাজের প্রকল্প হয়ে উঠতে পারে না। যেখানে বিহার সহ একাধিক রাজ্যে মদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ মদের ব্যবসা কে রাজস্ব হিসেবে দেখছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই প্রকল্প বাতিল করতে হবে। শুধু তাই নয় পশ্চিমবঙ্গ থেকে মদ নিষিদ্ধ করতে হবে সরকারকে। সরকার তাদের দাবি না মানলে আগামী দিন আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *