আবদুল হাই, বাঁকুড়াঃ শাবক হাতি সহ পাঁচটি হাতির দল আবারও জয়পুর জঙ্গলে ঢুকে পড়ল বার বার হাতির হানায় আতঙ্কে জয়পুর নতুনগ্রাম সহ ওই এলাকার মানুষদের। এমনিতেই এই সময় মাঠের ফলভর্তি আলু পেঁয়াজ লঙ্কা টোমেটো সহ ইত্যাদি ফসল ফলিয়েছেন চাষিরা । সেই ফসল যদি আবারো হাতি নষ্ট করে চরম সমস্যায় পড়বেন ওই এলাকার চাষিরা। তারা জানাচ্ছেন এমনিতেই বছরে চার-পাঁচবার হাতির হানা দেয় এই এলাকায় বারেবারে ফসল ক্ষতি করে । সরকারের কাছে আবেদন জানিয়ে উপযুক্ত সুরাহা পান না বলেই জানান ।আবারো এই পাঁচটি হাতি এলাকায় ঢুকে পড়ায় চরম ক্ষতির মুখে পড়বেন ওই এলাকার চাষীরা ধার দেনা করে প্রথমবার আলু চাষ করার পর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নষ্ট হয়ে যায় আবারও তারা ধারদেনা করে আলু লাগিয়েছেন এই সময় আলু তোলার সময় সেই সময় যদি ওই হাতী নষ্ট করে ফেলে তাহলে তাদের কিভাবে চলবে সংসার কিভাবেই বা তারা ধার শোধ করবেন সে নিয়ে কপালে চিন্তার ভাঁজ ওই এলাকার চাষীদের । এমনকি বারেবারে হাতে এসে ঘরবাড়ি ও ভাঙচুর করে যায় তাই তারা রাত জেগে আতঙ্কে কাটাচ্ছেন ।বনদপ্তর ওই হাতিগুলোকে নজরদারি চালাচ্ছে তারা ওই হাতে গুলি জঙ্গলের ভেতরে প্রবেশ করিয়ে গরবেতা দিকে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন।.
পাঁচটি হাতির দল জয়পুর জঙ্গলে ঢুকে পড়ল,চিন্তায় মাথায় হাত চাষীদের।












Leave a Reply