এ.পি.জে আব্দুল কালাম স্মৃতি নক আউট টেনিস ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট আদমপুরে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- মাদকের নেশায় ও মোবাইল গেমের নেশায় আশক্ত হয়ে পড়ছে যুব সমাজ। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের আদমপুর যুব সংঘের উদ্যোগে এবং কৃষি কর্মাধ্যক্ষ রফিউল খাঁন ও পঞ্চায়েত সদস্য রাজুল খানের ঐকান্তিক প্রচেষ্টায় দুদিন ব্যাপী এপিজে আব্দুল কালাম স্মৃতি নক আউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হল গতকাল। মোট ৮ টি দল অংশ গ্রহন করেছিল এই খেলায়। ফাইনালে মুখোমুখি হয় বোলপুর ইউথ ক্লাব বনাম এল.এক্স মহাল। এদিন প্রথমে ব্যাট করে ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১ রান করে। জবাবে এল.এক্স মহাল ব্যাট করতে নেমে ৩ ওভারে সেই রান তুলে নিয়ে বিজয়ী হয়। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১৫ হাজার ৫৫৫টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ১১ হাজার ১১১ টাকা দেওয়া হল। এছাড়াও প্রতিটি খেলায় পুরস্কার দেওয়া হয়েছে। আজকের ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা ক্রীড়াপ্রেমী রফিউল খাঁন,পঞ্চায়েত সদস্য রাজুল খান, পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন গড়াই, বীরভূম জেলার ফুটবলের কোচ তথা বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ, আদমপুর যুব সংঘের সক্রিয় সদস্য তথা প্রাক্তন অধিনায়ক সাবির খান, আদমপুর যুব সংঘের বর্তমান অধিনায়ক রকি খান সহ ক্রিকেট প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *