বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার আসন্ন দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পীযূষ পান্ডের সমর্থনে নির্বাচনের প্রচারে এসে ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনজন প্রাক্তন কাউন্সিলারকে বহিষ্কারের ঘোষনা করলেন আজ। কারন এই তিনজন নেতা তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে তিনজন নেতাকে বহিষ্কার করা হল তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডের ফকির বাউরী, ৬ নম্বর ওয়ার্ডের ভুতনাথ মণ্ডল এবং ১০ নম্বর ওয়ার্ডের সেখ নূর মহম্মদ। পাশাপাশি দলের তরফ থেকে আরও জানানো হয় যে, নির্বাচনের পর কোনো নেতা যদি তাঁদের সাথে সম্পর্ক রাখে তাহলে তাঁদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে। এদিন উপস্থিত ছিলেন ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবব্রত সাহা, দুবরাজপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পৌরসভার বিদায়ী পৌর প্রধান পীযূষ পাণ্ডে, প্রাক্তন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক মুখার্জী সহ আরো অনেকে।
৩ প্রাক্তন কাউন্সিলারকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।

Leave a Reply