বিজেপি প্রার্থীর ভোট প্রচারে জেলা সভাপতি।

0
232

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রচার চালিয়ে যাচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। আগামী ২৭ ফেব্রুয়ারি আসন্ন পৌর নির্বাচনে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দুবরাজপুর পৌরসভার ১৬ টি আসনের মধ্যে তৃনমূল কংগ্রেস ১৬ টি প্রার্থী দিয়েছিল। কিন্তু নির্বাচন হওয়ার আগেই ৫ টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয় তৃণমূল প্রার্থীরা। এখন তৃণমূল কংগ্রেসের ১১ টি আসনে নির্বাচন হবে। আর বিজেপি মাত্র ৭ টি আসনে প্রার্থী দিয়েছে। তবুও ভোট ময়দানে লড়াই হবে বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব। এদিন দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রণজিত সিংহকে ভোট প্রচারে দেখা গেল দুবরাজপুর বাজার, ডাঙ্গালতলা এবং মুদি পাড়ায়। তাঁর সাথে অবশ্য ভোট ময়দানে প্রচারে সঙ্গ দিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। উল্লেখ্য, চার বারের পৌর প্রধান বনাম বিজেপির নতুন মুখ রণজিত সিংহ। কে চ্যাম্পিয়ন হবে এখন সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দুবরাজপুরের জনগন। এদিন জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, আমি সকাল থেকে বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি। এমনকী ভোটের দিন তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনের একটি অংশকে নিয়ে যদি লুঠ না করে তাহলে আমরা এই ওয়ার্ডে পদ্মফুল ফোটাব।