আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উৎসবের শুভ সূচনা হলো শনিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উৎসবের শুভ সূচনা হলো শনিবার। এদিন সকালবেলা ট্যাবলো সমেত শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রা টি গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।এরপর দেশের জাতীয় পতাকা, স্কুলের পতাকা পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সূচনা পর্বে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় (মাধ্যমিক) পরিদর্শক আহাসানুল করিম, DPSC আলিপুরদুয়ারের চেয়ারম্যান পরিতোষ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, ফালাকাটা থানার আই সি সনাতন সিংহ, CADC চেয়ারম্যান সুভাষ রায়,আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল,জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল প্রমুখ। শনিবার ও রবিবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে ৭৫ বর্ষপূর্তি উদযাপন কমিটি সুত্রে খবর। পাশাপাশি সাড়া বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ তম বছর উদযাপন করা হবে বলে জানান জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *