তৃণমূলের ১১ জন প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে শিক্ষককুল।

0
244

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- জমে উঠেছে ভোট যুদ্ধ। আসন্ন পৌরসভা নির্বাচনে সমস্ত দল নেমে পড়েছে ভোট ময়দানে। একটুও ফাঁক রাখছেন না নির্বাচনী প্রচারে। বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ টি আসনে তৃণমূল কংগ্রেসের ৫ জন প্রার্থী নির্বাচন হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন। বাকী ১১ টি আসনের লড়াই হবে বিরোধী দলগুলোর সাথে। এবার ভোট প্রচারে নামলেন শিক্ষককুল। আজ বীরভূম জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা দুবরাজপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের ১১ টি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে নামলেন দুবরাজপুরে। এদিন একটি বর্ণাঢ্য মিছিল করে শিক্ষক শিক্ষিকারা পুরো দুবরাজপুর শহর পরিক্রমা করেন। পাশাপাশি একাধিক জায়গায় স্ট্রীট কর্ণার করা হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অরিন্দম বোস, সাধারণ সম্পাদক সুদীপ মাহাতা, দুবরাজপুর চক্র কমিটির সভাপতি অরিন্দম চ্যাটার্জি, সহ সভাপতি অজয় মণ্ডল, সাধারণ সম্পাদক রামতনু নায়ক, দুবরাজপুর পৌরসভার বিদায়ী পৌর প্রধান পীযূষ পাণ্ডে সহ শিক্ষক শিক্ষিকারা।