এবার উলট পুরাণ, বাঁকুড়ায় শাসক দল থেকে বিজেপিতে যোগদান, দাবি বিজেপি নেতৃত্বের।

সুদীপ সেন, বাঁকুড়া:- এতদিন আমরা শাসক শিবিরে বিরোধীদের যোগদানের খবর শুনে আসছিলাম।
বিরোধী দলে শাসক শিবিরের কর্মী সমর্থক দের তেমন যোগদানের খবর শোনা যেত না।

এবার বাঁকুড়ায় কিন্তু তেমনটাই দাবি করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।

২০ই ফেব্রুয়ারী ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উজ্জ্বল মন্ডল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির উপস্থিতিতে প্রায় ২০০ টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে বলে তিনি জানান।

তিনি বলেন ,বাঁকুড়া পৌরসভা নির্বাচনের আগে এই যোগদান খুব ই গুরুত্ব পূর্ণ।
নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কাজকর্ম দেখে তারা যোগদান করলো বলেও তিনি জানান।

স্বচ্ছ, দুর্নীতি মুক্ত পৌরসভা গঠনের উদ্দেশ্যে মানুষ বাঁকুড়া পৌরসভায় তাঁদের ই ভোট দেবেন বলে তিনি জানান।

তিনি বলেন বাঁকুড়া পৌরসভা বিজেপির পক্ষে যাবে।
এখানে তাঁরা ২৪ টির মধ্যে ২৪ টি সিট ই পাবে বলে তিনি দাবি করেন।

শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি বলেন, নির্বাচন কমিশন সঠিক ভাবে নির্বাচন করছে না।
তিনি বলেন যেহেতু গত বিধানসভা নির্বাচনে তারা বাঁকুড়ায় জিতেছেন, তাই পৌরসভা তে ও তাঁরাই জিতবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *