স্বনির্ভরতার লক্ষ্যে সরকারি উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা বোলপুরে।

0
293

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের স্বরোজগার প্রশিক্ষণ সংস্থান, (বোলপুর) এর উদ্যোগে ১৮-৪৫ বছর বয়সী পুরুষ ও মহিলাদের সম্পূর্ণ বিনা খরচে স্বনির্ভর করার লক্ষ্যে বছরভর দেওয়া হয় নানা প্রশিক্ষণ। শান্তিনিকেতন সুপার মার্কেটে ১৩ দিন ধরে চলা এই প্রশিক্ষণ কেন্দ্রে আর্টিফিশিয়াল জুয়েলারি তৈরীর ট্রেনিং নেয় মহিলারা। আজ শেষ দিনে প্রশিক্ষণরত মহিলাদের মূল্যায়ন এবং শংসাপত্র প্রদান করা হয়। আগামী দিনে যাতে মহিলারা নিজেই স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যে এমন সরকারি উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থার নির্দেশক কাশীনাথ সাধুখাঁ ।
ছবি ও তথ্য- সুকান্ত রায়, বীরভূম ।