ইউক্রেনে আটকে বাঁকুড়ার ডাক্তারি পড়তে যাওয়া সৌমাল্য মুখার্জী।

সুদীপ সেন, বাঁকুড়া:- শুরু হয়েছে রাশিয়া, ইউক্রেন যুদ্ধ।
ক্রমশ জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি।
ইউক্রেনে আটকে পড়েছে অনেক দেশের মানুষ।

এইরকম ই একজন ২০২০ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া বাঁকুড়ার কেন্দুয়াডিহীর উত্তম মুখার্জীর ছেলে সৌমাল্য মুখার্জী।

তাঁর বাড়িতে গিয়ে দেখা গেলো পরিবারের সবার চোখে মুখে আতঙ্ক।
২৬ই ফেব্রয়ারি দুপুর একটায় শেষ ভিডিও কলে কথা হয় সৌমাল্যের সাথে বলে তাঁর পরিবার সূত্রে জানা যায়।

বাংকারে আশ্রয় নিয়ে আছে দৌমাল্য , আছে আতঙ্কে, জানালেন তাঁর পিতা।

তাঁর বাবা, মা দুজনেই জানালেন , সরকারের প্রতি তাঁদের ভরসা আছে।
নবান্ন কে এই ঘটনা জানানো হয়েছে।
তাঁরা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এইসব বিষয়ে যথেষ্ট সংবেদনশীল, তাঁর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।

সবাই চায় ছেলে ঘরে ফিরুক, নিরাপদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *