উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর নির্বিঘ্নে ও শান্তি প্রিয় ভাবেই প্রতিটি বুথে ভোট হচ্ছে এখনো পর্যন্ত।

0
315

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর নির্বিঘ্নে ও শান্তি প্রিয় ভাবেই প্রতিটি বুথে ভোট হচ্ছে এখনো পর্যন্ত। চার নাম্বার ওয়ার্ডের পার্বতী সুন্দরী মাঠ ময়দানে পার্বতী সুন্দরী ইস্কুলের বুথে ভোটকেন্দ্রে এক আলাদা এ চিত্র দেখা গেল রাজনীতির খেলা রাজনীতির মাঠ ময়দানে কিন্তু চার প্রার্থী একসঙ্গে হয়ে ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছে তারা জানায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠ ময়দানে চার নাম্বার ওয়ার্ডের ভোট চলছে জোড় কদমে এখানে চার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার সরকার, বিজেপির প্রার্থী গৌরাঙ্গ সূত্রধর, নির্দল প্রার্থী বাবলু বিশ্বাস, সিপিএম প্রার্থী অশ্বিনী বাঁচি, একসঙ্গে হয়েছে ভোটারদেরকে নিয়ে এখানে রাজনীতির খেলা রাজনীতির ময়দানে এমনই কথা জানান সব দলের প্রার্থিরা কথা জানান। সব জায়গাতেই কোথাও-না-কোথাও কিছু না কিছু গন্ডগোলের সৃষ্টি হচ্ছে কিন্তু একমাত্র কালিয়াগঞ্জ এর এক ঐতিহ্য এখনো পর্যন্ত প্রার্থীরা ধরে রেখেছে যে ভোট ময়দানে শুধু খেলা হয় আমরা মানুষ আগে মানুষ সত্য আগে সম্পর্ক সবচেয়ে শেষ কথা। তাই আমরা সবাই একসঙ্গে হয়ে উৎসবের মতন ভোট পালন করছি।