মালদা,২৭ ফেব্রুয়ারি : সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে মালদা জেলার দুটি পৌর এলাকায় টহল পুলিশের।
নির্বাচনী পর্যবেক্ষক এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় টহলদারি করে জেলা পুলিশ।
এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও সশস্ত্র পুলিশ দ্বারা অনুষ্ঠিত হয় পৌর নির্বাচন। সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া পরিচালনা করার জন্য বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায় পুলিশকে।
নির্বাচন কমিশনের নির্দেশে ২৭ ফেব্রুয়ারি অন্যান্য পৌরসভার পাশাপাশি মালদা জেলার দুটি পৌরসভার সমস্ত ওয়ার্ডে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া।
কোভিদ বিধি মেনে এদিন সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া।
সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য নির্বাচন পর্যবেক্ষক এর নেতৃত্বে বিভিন্ন এলাকায় টহল দিছে পুলিশ।
সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে মালদা জেলার দুটি পৌর এলাকায় টহল পুলিশের।

Leave a Reply