স্ট্রং রুমে ইভিএম নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা রক্ষীদের উপর ভরসা করতে পারছেন না নির্দল প্রার্থী শেখ ওসমান গেনি।

0
505

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- দীর্ঘ তালবাহানার পর ২৭ শে ফেব্রুয়ারী অর্থাৎ রবিবার রাজ্যের ১০৮টি পৌরসভায় সকাল ৭ টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার মধ্যে খড়ার ক্ষীরপাই, এবং ঘাটালে সামান্য অশান্তির সৃষ্টি হলেও বাকি পৌরসভাগুলিতে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া শেষ হলো। ভোট প্রক্রিয়া শেষের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া পুলিশি প্রহরার মধ্যে দিয়ে ঘাটালের স্ট্রং রুমে EVM মেশিন নিয়ে যাওয়া হলেও। ভরসা রাখতে পারছেন না EVM নিরাপত্তা রক্ষীদের উপর। এমনি ঘটনা টি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে। চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী শেখ ওসমান গেনি ঐ ওয়ার্ডে ভোট গ্রহণ শুরুর থেকে দাঁড়িয়ে ছিলো। এমন কি ভোট শেষের পর EVM স্ট্রং রুমে নিয়ে যাবার উদ্দেশে রওনা হয় তখনি ঐ ওয়ার্ডের নির্দল প্রার্থী শেখ ওসমান গেনি নির্বাচন কমিশনের আগে একটি গাড়ি এবং পেছনে একটি গাড়িতে করে ঘাটালের স্ট্রং রুম পর্যন্ত যান। আগের গাড়িতে ছিলেন প্রার্থী শেখ ওসমান গেনি। এবং নির্বাচন কমিশনের পিছিনের গাড়িতে ছিলো তার কর্মীরা।