নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:– রবিবার ঠিক সকাল ৭ টা বাজতেই ভোট পর্ব শুরু হলো পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। সকাল থেকে ব্যপক কুয়াশাচ্ছন্ন এলাকা। এরই মাঝে সাধারন মানুষ রীতিমতো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাইন দিলেন ভোট দেওয়ার জন্য।তমলুকের পদুমবসাম রত্নেশ্বর রামপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে ভোটপর্ব শুরু হলো।এখানে তৃনমূল কংগ্রের প্রার্থী পার্থ সারথী মাইতি এবং বিজেপির প্রার্থী সুকান্ত চৌধুরীর মধ্যে হচ্ছে লড়াই। তবে উভয়েই জানিয়েছেন এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন শুরু হয়েছে। তবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ, চলছে টহলদারি।
সকাল ৭ টা বাজতেই শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পৌর নির্বাচনের ভোটগ্রহণ।

Leave a Reply