বামপন্থী নেতা কর্মীদের ওপর ব‍্যাপক লাঠিচার্জ করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

0
280

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বামপন্থী নেতা কর্মীদের ওপর ব‍্যাপক লাঠিচার্জ করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভ মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ আক্রমণ চালাতেই দু’পক্ষের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। বামপ্রার্থী দুর্বা ব‍্যানার্জি‌কে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুরসভা নির্বাচনে অবাধ ছাপ্পা ভোট নক্কারজনক ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন বামপন্থী‌রা। সোমবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তারা।

জলপাইগুড়ি পুরসভা নির্বাচন‌কে ঘিরে শাসকদলের কর্মীরা অশান্তি‌র বাতাবরণ তৈরি করে অবাধ ছাপ্পা ভোট করেছে বলে অভিযোগ। শহরের বিভিন্ন ওয়ার্ডে ব‍্যাপক ছাপ্পা ভোট দেওয়ার পাশাপাশি বিরোধী দলের প্রার্থী‌দের মারধর করার অভিযোগ রয়েছে। বাম নেতাদের অভিযোগ, জলপাইগুড়ি বরাবর‌ই শান্তপ্রিয় শহর। কিন্তু শাসকদলের লোকেরা এই শহরকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বহিরাগত‌দে এনে শান্তপ্রিয় জলপাইগুড়ি শহরকে অশান্ত করেছে। এর‌ই প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল করে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বাম নেতা‌ কর্মীরা।পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন সিপিএমের জেলা সম্পাদক সলিল আচার্য সহ অনেক নেতা কর্মী। প্রচুর মহিলা বামকর্মী‌ও আহত হয়েছেন।