নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উৎসবের শুভসূচনা হলো মঙ্গলবার। এদিন বিকেলে ১৫ দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ও সি এ ডি সির চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দির কমিটির উদ্যোগে এই ঐতিহ্যবাহী মেলা চলবে পনেরো দিন বলে জানা গিয়েছে। শিব চতুর্দশী উৎসব উপলক্ষে এই কয়েকদিন উৎসবের মেজাজে থাকেন গোটা এলাকার মানুষ।জটেশ্বর বাজার লাগোয়া গোরুহাটি মাঠে মেলা বসেছে।এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ফালাকাটা থানার আই সি সনাতন সিংহ, বিশিষ্ট সমাজসেবী ক্ষীতিশ চন্দ্র রায় ছিলেন অঘোরনাথ রায়, জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, জটেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল নার্জিনারী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
ফালাকাটা ব্লকের ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী উৎসবের শুভসূচনা হলো মঙ্গলবার।

Leave a Reply