উলুবেড়িয়া পৌর নির্বাচনে ৩২টি ও ওয়ার্ডের মধ্যে 28 টি ওয়ার্ড দখল করল তৃণমূল কংগ্রেস।

0
548

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- পশ্চিমবঙ্গে ১০৮টি পুরসভা নির্বাচনে মধ্যে তৃণমূল কংগ্রেস একক ১০২টি পৌরসভা দখল করল। হাওড়া উলুবেড়িয়া পৌর নির্বাচনে প্রত্যাশা মতোই উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হলো। এরমধ্যে ২৮টি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়। বাকি চারটি একটি নির্দল ও বাকি তিনটি বিরোধীদের ঝুলিতে পরে। যদিও প্রথম রাউন্ডের গণনার পরে ৩টিতে এগিয়ে বিরোধীরা। বাকি ২৯টি এগিয়ে ছিল তৃণমূল। তবে পরবর্তী কয়েক রাউন্ড গণনার পর শাসক দল ২৮ টি আসনেই তাদের বিজয় নিশ্চিত করে। হাওড়া গ্রামীনের উলুবেরিয়া ওম দয়াল কলেজে শুরু হয় সকাল থেকে ভোট গননার কাজ। টানটান উত্তেজনা ছিল গণনা চলাকালীন সমস্ত দলীয় কর্মীদের চোখেমুখে। উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের গননা শুরু হয় এখানেই। নিরঙ্কুশ ক্ষমতা দখলের পর কলেজের বাইরে তৃণমূল সমর্থক দের সবুজ আবির মেখে উল্লাস চোখে পড়ার মতো। শাসক দল সূত্রের খবর উলুবেড়িয়া পৌরসভার সবকটি আসনেই জয়ী হওয়ার কথা থাকলেও কেন এই চারটি ওয়ার্ড হাতছাড়া হলো তা খতিয়ে দেখা হবে। যে কয়টিতে তারা পিছিয়ে আছে সেখানে গণনার ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলেই শাসক দল সূত্রে খবর। উল্লেখ্য গত পৌরসভার নির্বাচনে মোট ৩২ টি ওয়ার্ডের মধ্যে শাসক দল ২৬ ও বিরোধীদের দখলে ছিল ৬টি আসন। এবারের নির্বাচনে দুটি অতিরিক্ত ওয়ার্ড দখল করলো শাসক দল। এবারেও একই চিত্র দেখা যাবে অর্থাৎ সম্পুর্ন বিরোধী শূন্য হবে বলেই দাবি শাসকদলের। উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত মোট ৩২ টি ওয়ার্ডে নির্বাচন হয়। প্রায় ৩০ লাখের বেশি ভোটারের মানুষ ভোট দিয়ে ঠিক করলো আগামী পাঁচ বছর এই পৌরসভা পরিচালনার দায়িত্ত্ব তৃণমূল একমাত্র উপযুক্ত দল তাই আমাদের হাতে পৌরসভার মূল দায়িত্ব অর্পণ করলেন সাধারণ নাগরিক এমনই মন্তব্য করলেন উচ্ছ্বসিত তৃণমূলের দলীয় কর্মীরা।