এগরা পৌরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করল ৭টি ওয়ার্ড,BJP র দখলে পাঁচটি ওয়ার্ড,কংগ্রেস ও নির্দল একটি করে।

0
169

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১৪ টি ওয়ার্ডের মধ্যে তৃনমূল ৭ টি বিজেপি ৫ কংগ্রেস ১ ও নির্দল ১ টি ওয়ার্ডে জয়লাভ করে। এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে, ৩ নং ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পন্ডা। তিনি ২০১৫ সালে পুরো ভোটে ৩ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রতীকে জয়লাভ করেছিলেন তত্কালীন তার প্রতিদ্বন্দ্বী তৃনমূল কংগ্রেসের প্রার্থী তথা এগরার প্রাক্তন স্বপন কুমার নায়েক কে পরস্তাত করে এরপরে রামচন্দ্র পন্ডা ২০১৭ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে খেজুরিতে তৃনমূল কংগ্রেসে যোগদান করে এবার ২০২২ সালের পুরো নির্বাচনে রামচন্দ্র পন্ডা কে তৃনমূল দল টিকিট দেয়নি পাশাপাশি গেরুয়া শিবির ও রামবাবুকে গুরুত্ব দেয়নি তাই তিনি এবার পুরোভোটে এগরা পুরসভার ৩ নং ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করে। সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি বলেন এই জয় মানুষের জয়। আমি ৩ নং ওয়ার্ড বাসীর প্রতি এই জয় উৎসর্গ করলাম। পাশাপাশি রামচন্দ্র পন্ডা কী আবার তৃনমূল কংগ্রেসে যোগদান করবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন আপাতত কোন সম্ভবনা নেই কর্মীদের সঙ্গে আলোচনা করে যতপযুক্ত সির্দ্ধান্ত করবো। জানা গিয়েছে ১নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের শেখ সুরজ আলি,২ নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী প্রতিমা মান্না,৩ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রামচন্দ্র পণ্ডা,৪ নং ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী দেবব্রত করণ,৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সোমা চক্রবর্তী,৬ নং ওয়ার্ডে জয়ী কংগ্রেসের নির্মল শীট,৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অশোক মাইতি,৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবদুর্লব মাইতি
৯ নং ওয়ার্ডে জয়ী বিজেপির পিঙ্কি সাঁতরা,১০ নং ওয়ার্ডে জয়ী বিজেপির মমতা ত্রিপাঠী,১১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের স্বপন নায়েক,১২ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের জয়ন্ত সাউ,১৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের খুকুমণি বিশাই,১৪ নং ওয়ার্ডে জয়ী বিজেপির অম্বিকেশ দাস।তবে এগরায় পুরোভোট কে গঠন করবে ? তা নিয়েই জোর জল্পনা অন্দর মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here