কোচবিহার পৌরসভার দখল নিল তৃনমূল কংগ্রেস, খাতা খুলতে পারল না বিজেপি।

0
241

কোচবিহার, ২ মার্চঃ একুশের বিধানসভা নির্বাচনের পরে পুরভোটে বাংলার মানুষ আস্থা রাখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে।সারা বাংলার ১০৮ টি পৌরসভার সাথে সাথে কোচবিহার জেলায় ৬টি পৌরসভায় ভোট হওয়ার কথা। কিন্তু দিনহাটা বাদে বাকি ৫ টি পৌরসভায় ভোট হয়েছে। আর তাঁর ভোটের ফলাফল ঘটনা হল আজ। এই মুহূর্তে কোচবিহার পৌরসভায় জয়ী তৃনমূল কংগ্রেস বোর্ড দখল নিল। কোচবিহার পৌরসভায় মোট ২০ ওয়ার্ডে ভোট হয়েছে। সেখানে ১৫ ওয়ার্ডে জয়ী তৃনমূল, দুটি ওয়ার্ডে বামফ্রন্ট জয়ী হয়েছে এবং ৩ টি ওয়ার্ডে নির্দলরা জয়ী হয়েছে। কোচবিহার পৌরসভায় খাতা খুলতে পারল না বিজেপি।

কোচবিহারে পৌরসভায় কে কোন ওয়ার্ডে জয়ী হয়েছে তা দেখে নিন একনজরে………

কোচবিহার ১ নং ওয়ার্ড তৃনমূল জয়ী চন্দনা মহন্ত (টিএমসি)
২নং ওয়ার্ডে উজ্জ্বল তর (নির্দল)
৩ নং মায়া সাহা (টিএমসি)
৪ নং ভূষণ সিং (নির্দল )
৫ দিলিপ সাহা (টিএমসি)
৬ শুভাংশু সাহা (নির্দল )
৭ নং পম্পা ভট্টাচার্য (টিএমসি)
৮ নং রবীন্দ্রনাথ ঘোষ (টিএমসি)
৯ আমিনা আহমেদ (টিএমসি)
১০ রেবা কুণ্ডু (টিএমসি)
১১ যূথিকা সরকার (টিএমসি)
১২ কমলেশ গোস্বামী (টিএমসি)
১৩ দিলিপ কুমার সরকার (বামফ্রন্ট)
১৪ মিনতি বড়ুয়া (টিএমসি)
১৫ স্বপ্না রায় (টিএমসি)
১৬ অভিজিৎ দে ভৌমিক (টিএমসি)
১৭০ শুভজিত কুণ্ডু (টিএমসি)
১৮ মধুছন্দা সেন গুপ্তা (বামফন্ট)
১৯ অভিজিৎ মজুমদার (টিএমসি)
২০ মোস্তাক আহমেদ (টিএমসি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here