অবশেষ উৎকন্ঠার অবসান,যুদ্ধ পরিস্থিতির মাঝে ইউক্রেন থেকে বাড়ি ফিরল তমলুকের নিমতৌড়ির সনিয়া।

0
377

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- অবশেষ উৎকন্ঠার অবসান পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির ভৌমিক পরিবারের।নিমতৌড়ির দেবতোষ ভৌমিকের মেয়ে সনিয়া ভৌমিক,মেডিকেলে পড়াশোনা করতে গিয়েছিলো ইউক্রেনে।তবে গত একসপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে রীতিমতো উৎকন্ঠায় ছিলো ভৌমিক পরিবার।তবে শেষমেষ ভারত সরকারের সহযোগিতায় রাত আড়াইটের সময় সোনিয়াকে বাড়িতে পৌঁছে দেয়।আর যার ফলে রীতিমতো খুশি ভৌমিক পরিবারে।সোনিয়া ইউক্রেনের টার্ন অফ ন্যাশান্যাল মেডিক্যাল ইউনিভারসিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। সোনিয়ার কথায়,গতকয়েকদিন চরম আতঙ্কে দিন কেটেছে।অবশেষে ভারত সরকারের সহযোগীতা পেয়ে বাড়িতে ফিরতে পেরে ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকারকে।যুদ্ধ বিরতী ঘটলেও আদৌ পরবর্তী সময়ে ইউক্রেনে যাবেন কিনা তা এই মুহুর্তে ভেবে উঠতে পারছেন না।সব মিলিয়ে এই মুহুর্তে খুশির হাওয়া নিমতৌড়ির ভেমিক পরিবারে।