তৃণমূল নেত্রীর পাল্টা হুংকারের ২৪ ঘন্টার মধ্যে ঘটনার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস।

0
394

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ উত্তরপ্রদেশে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী-কে ঘিরে বিক্ষোভ এবং তৃণমূল নেত্রীর গাড়ির উপর বিজেপি কর্মী সমর্থকদের চড়াও হওয়ার ঘটনার প্রতিবাদে তৃণমূল নেত্রীর পাল্টা হুংকারের ২৪ ঘন্টার মধ্যে ঘটনার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের আহ্বানে সংঘটিত এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও চেয়ারম্যান যথাক্রমে উজ্বল বসাক এবং নিখিল সিংহ রায়, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার। এদিনের এই প্রতিবাদ মিছিলটি নারায়ণপুর এলাকার গান্ধী মূর্ত্তির পাদদেশ থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রা করে। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্বল বসাক বলেন তৃণমূল নেত্রীর লড়াইকে সর্বভারতীয় স্তরে পৌছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়েছেন তাতে ভয় পেয়ে বিজেপি অন্যায়ভাবে এবং অবমাননা করে যে আচরণ করেছে এটা তার প্রতিবাদ। তিনি বলেন মমতা ব্যানার্জ্জী-র আন্দোলন সর্বভারতীয় স্তরে ছড়িয়ে পড়েছে, সর্বভারতীয় স্তরের সাধারণ মানুষ তার সঙ্গ দিচ্ছেন।