নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্ধু ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন দিনমজুর যুবক। ধার দেওয়া ৩৬০০ টাকা চাইতে গিয়ে দিনমজুর যুবককে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুই বন্ধু ও তার দলবলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার কাঞ্চনজঙ্ঘাপল্লী এলাকায়। গুরুতর জখম ওই যুবককে রাতেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় আক্রান্ত যুবকের পরিবার হামলাকারী পিন্টু চৌধুরী, রাকেশ পোদ্দারসহ তার দলবলের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম বিপ্লব সরকার (২৭)। কাঞ্চনজঙ্ঘাপল্লী এলাকায় দু’বছর আগে বন্ধু পিন্টু চৌধুরীকে ৩৬০০ টাকা ধার দিয়েছিলেন ওই যুবক। কিন্তু সেটা টাকা ফেরত দিচ্ছিল না। এরপর বুধবার রাতে বন্ধুর কাছে সেই টাকার দাবি করে দিনমজুর যুবক বিপ্লব । সেইসময় অভিযুক্তরা অতর্কিতে বাঁশ, লোহার রড নিয়ে ওই যুবকের উপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুনের চেষ্টা চালানো হয়।
পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।
ধার দেওয়া টাকা চাইতে গিয়ে বন্ধু ও তার দলবলের হাতে আক্রান্ত হলেন দিনমজুর যুবক।












Leave a Reply