পথ দুর্ঘটনায় মৃত কুকুরের শেষকৃত্য করলো ক্লাবের সদস্যরা।

0
275

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং:- বুধবার রাত তখন প্রায় এগারোটা। সেই সময় একটি বাইকে তিনজন বাড়িতে ফিরছিলেন।আচমকা রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয় একজন বাইক আরোহী ও একটি পথ কুকুর।ঘটনাস্থল তালদি স্টেশন রোড এলাকা। স্থানীয়রা দৌড়ে আসেন। কুকুর এবং বাইক চালক কে উদ্ধার করে প্রাথমিক ভাবে চিকিৎসা শুরু করে।যদিও কয়েক মিনিটের মধ্যেই মারা যায় আহত পথ কুকুরটি।এরপর স্থানীয়রাই তালদি জনকল্যাণ ক্লাবের সহযোগিতায় কুকুর টির শেষকৃত্য করার পরিকল্পনা করে।সেইমতো ক্লাবের মানবিক উদ্যোগে এলাকার একটি নির্জন স্থানে কুকুরের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখানেই গর্ত খুঁড়ে তাকে কবরস্থ করা হয়। এরপর ক্লাবের সদস্যরা জানিয়েছেন ‘সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ,সাবধানে চলাচল করুন।সচেতন ভাবে গাড়ি চালান। কোন রকমে যেন দুর্ঘটনা না ঘটে সতর্ক থাকুন।এবং যদি কোন কারণ বশতঃ দুর্ঘটনা ঘটে,তাহলে দুর্ঘটনাগ্রস্ত মানুষ কিংবা পশুদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিন। সেটাই হবে মানবিক কর্তব্য।’
পথ কুকুরের মৃত্যুতে এমন শেষকৃত্যের ঘটনা বিরল বলে আখ্যা দিয়েছেন এলাকার সাধারণ মানুষ।তাদের দাবী ক্লাবের ছেলেরা যে উদ্যোগ নিয়েছিল পথকুকুরের জন্য তা অত্যন্ত মানবিক।