আবদুল হাই, বাঁকুড়াঃ প্রশাসনিক কাজের গতি ও স্বচ্ছতা এবং সাধারণ মানুষকে পরিষেবা দেবার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাটাকে মানুষের দুয়ারে এনে হাজির করেছে। যাতে মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই ভাবনার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজকর্মে সারা রাজ্য জুড়ে ব্যাপক সাফল্যের পর, রাজ্য সরকার তৃতীয় পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছে।১৫ই ফেব্রুয়ারি ২০২২ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।আজ ৪ঠা মার্চ শুক্রবার ২০২২ জয়পুর ব্লকের গেলিয়া গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যকর্মের সূচনা হয়। গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের কর্মী ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সহযোগিতা করেন।
গেলিয়া অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচী।

Leave a Reply