নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ নদীয়ার নবদ্বীপ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মনিপুর ঘাট রোড এলাকায়। মৃতা বৃদ্ধার নাম লক্ষী চক্রবর্তী, বয়স আনুমানিক ৭৫ বছর। নিজের সন্তানদের সাথে সদ্ভাব না থাকায় দীর্ঘদিন যাবৎ একাই বাড়িতে বসবাস করতেন ওই বৃদ্ধা বলে দাবি এলাকাবাসীদের। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন ওই বৃদ্ধার ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে সেই দিকে ছুটে গেলে বৃদ্ধাকে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন ওই বৃদ্ধা বলে প্রাথমিক ধারণা স্থানীয় এলাকাবাসী ও পুলিশের। সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
Leave a Reply