আসন্ন দোল উৎসব কে সামনে রেখে ভেষজ আবির তৈরির কর্মশালা আয়োজিত হল রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে।

0
658

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন দোল উৎসব কে সামনে রেখে ভেষজ আবির তৈরির কর্মশালা আয়োজিত হল রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে। দোল উৎসবকে কেন্দ্র করে সাধারণত সাধারণ মানুষ ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের রাসায়নিক যুক্ত আবির ও রং।
যারফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক থেকে শুরু করে মানুষের নানা অঙ্গ প্রত্যঙ্গ। আর এবার সেই ট্র্যাডিশনের উল্টো পথে হাঁটার প্রচেষ্টা চালাল রানাঘাট দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাসের ঐকান্তিক চেষ্টায় দেবনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল ভেষজ আবির তৈরির কর্মশালা। পালংশাক, বিট ,গাজর,হলুদ এবং এরারুটের মিশ্রণে তৈরি হল ভেষজ আবির।এই ভেষজ আবির ব্যবহার করলে ক্ষতি হবে না ত্বকের। আর এই আবির তৈরি পদ্ধতি শেখার ফলে আগামী দিনে এটি বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে। শনিবার রানাঘাটের এই স্কুলে ভেষজ আবির তৈরি করাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here