নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- বহু আইনি জটিলতা কাটিয়ে পান চাষিদের সুবিধার্থে অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে তৈরি হয়েছে পান মান্ডি, কিন্তু বর্তমানে সেই পান মান্ডিতে সরকারি একাধিক অনুষ্ঠান যেমন দুয়ারে সরকার, রক্তদান শিবির সহ একাধিক অনুষ্ঠান করার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকায় পানচাষীদের, এই নিয়ে বহু বার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা মিলেনি, অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার পান চাষীরা, রবিবার দিঘা-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার পান চাষীরা, তাদের অভিযোগ পান চাষিদের জন্য তৈরি করা হয়েছে পান মান্ডি, কিন্তু সেই পান মান্ডি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে, অনুষ্ঠান চলাকালীন কোন পানচাষীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ফলে বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার পানচাষীদের, এই নিয়ে বহু বার ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি, তবে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব, তবে এই রাস্তা অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়ক জুড়ে, খবর পেয়ে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রামনগর পান মান্ডিতে সরকারি অনুষ্ঠান,সমস্যায় পান চাষীরা, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পানচাষীদের।












Leave a Reply