মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল , কলম ,চকলেট দিয়ে শুভেচ্ছা জানালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস।

0
280

আব্দুল হাই, বাঁকুড়াঃ – আজ ,,৭ ই মার্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনে বাঁকুড়া জেলার ইন্দাসের ইন্দাস উচ্চ বিদ্যালয় এবং গার্লস মাধ্যমিক সেন্টারে পরীক্ষার্থীদের জলের বোতল, চকলেট ও কলম দিয়ে শুভ কামনা জানালো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, মোল্লা নাসের আলি. নিমাই মহন্ত , আতাউল হক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ বলেন, ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ছাত্র ও ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য প্রশাসন ও আমরা সবসময় পাশে আছি ।এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানায়।