সোমবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার ৮২টি পরীক্ষা কেন্দ্রে শুরু হল মাধ্যমিক পরীক্ষা৷

0
2974

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার থেকে দক্ষিণ দিনাজপুর জেলার ৮২টি পরীক্ষা কেন্দ্রে শুরু হল মাধ্যমিক পরীক্ষা৷ জানা গেছে চলতি বছরে
দক্ষিণ দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৬২৮ জন। যার মধ্যে ১০ হাজার ৭৬০ জন ছেলে ও ৮ হাজার ৯১২ জন মেয়ে রয়েছে। এও জানা গেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলায় ১২টি প্রধান ভেনু রয়েছে। বালুরঘাটে প্রধান পরীক্ষা কেন্দ্র থেকে সব কেন্দ্রে প্রশ্নপত্র ও উত্তরপত্র সুষ্ঠুভাবে আদান প্রদানের জন্য জেলার ট্রাফিক পুলিশ সতর্ক রয়েছে। কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা হওয়ায় সব রকম ভাবেই সচেতনতার ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে দক্ষিণ দিনাজপুর জেলায় কোথাও ইন্টারনেট বন্ধ থাকার খবর নেই বলে জানা গেছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় অ্যাডমিট না পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা নেই বলে জানা গেছে। পাশাপাশি একজন পরীক্ষার্থীর অ্যাডমিট হারিয়ে গিয়ে থাকলেও ঐ পরীক্ষার্থীরও পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন বলে খবর। সোমবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। দক্ষিণ দিনাজপুর জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনার অনিরুদ্ধ অধিকারী জানিয়েছেন প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। যে টুকু সমস্যা ছিল তা মিটিয়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন এক জায়গায় বাস নিয়ে সমস্যা ছিল সেই বাসের সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী পরীক্ষার দিনগুলিতে ঐ রুটে একটি এন.বি.এস.টি.সি-র বাস চলবে। প্রত্যেকদিন স্কুল স্যানিটাইজেশন করা হবে। প্রতিটি স্কুলে একটি করে সিক রুমের পাশাপাশি একটি আইসোলেশন রুম রয়েছে।