মহিলা দ্বারা পরিচালিতো একটি অরাজনৈতীক সংগঠন মাভার উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৪ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ঠিক তার প্রাক্কালে শুরু হয়েছে উদযাপন। সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মাভা নামক একটি অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে তিনদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় প্রায় একহাজার মহিলা কে সমবেত করে একটি সুন্দর পদ যাত্রার মাধ্যমে। সেই পদযাত্রায় আকর্ষনীয় দেখার মতো ছিলো আদিবাসী নৃত্য, ব্যান্ডপাটি, কাটুন শিল্পী,বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী মনিশীদের মতো ছদ্মবেশ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুঁড়ার বিধায়ীকা তথা শহীদমাতা ফিরোজা বিবি,খ্যাতনামা কীর্তণীয়া শিল্পী জশোদা জী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কো-মেন্টর অশীত ব্যানার্জী,, নটরাজ ডেন্স একাডেমির অধ্যাপীকা ছন্দা জানা,বৈঞ্জানীক নিরঞ্জন গুপ্তা,অধ্যাপীকা দুলালী সরেন এছাড়াও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।পুরো অনুষ্ঠান টি পরিচালনা করেন মাভা সংগঠনের সম্পাদিকা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিশু, নারী,সমাজকল্যাণ ও ত্রাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র।উক্ত অনুষ্ঠান তিনদিন ধরে বিভিন্ন রকমের খেলা, ধুলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।উক্ত অনুষ্ঠানে সমাজের কিছু পিছিয়ে পড়া মহিলাদেরকে সেলাই এর কাজ শিখিয়ে তাদের স্বনির্ভর করে তুলার জন্য সংস্থার পক্ষ থেকে তাদের হাতে সেলাইমেসিন তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *