নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বসন্ত উৎসবে মেতে উঠল কচিকাঁচা থেকে শুরু করে অভিভাবকরা। শান্তিপুর বেঙ্গল ইউনিট ক্লাবের পক্ষ থেকে এবং সোনার তরী ডান্স একাডেমির সহযোগিতায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। বুধবার বিকেলে এই বসন্ত উৎসবে বিভিন্ন রঙের আবিরের ছোঁয়াই মেতে উঠতে দেখা গেল সোনার তরী ডান্স একাডেমির শতাধিক শিশু থেকে শুরু করে তাদের অভিভাবকদের। যদিও বেঙ্গল ইউনিট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গত চার বছর ধরে এই বসন্ত উৎসব তারা করে এসেছেন। গত দু’বছর করোনা আবহের কারণে বন্ধ ছিল বসন্ত উৎসব, এবছর সমস্ত বিধিনিষেধ মেনে তারা আবারো আয়োজন করেছেন বসন্ত উৎসবের। বসন্ত উৎসবে অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকরা জানান, আজকে আমরা এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি, বছরে একটি বার রং খেলবো তা কি কখনো হয় এই দিনটার অপেক্ষায় তো সারা বছর তাকিয়ে থাকি। যদিও আজ এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে সোনার তরী ডান্স একাডেমির কচিকাঁচারা বিভিন্ন নিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে উঠল বসন্ত উৎসবে।
বসন্ত উৎসবে মেতে উঠল কচিকাঁচা থেকে শুরু করে অভিভাবকরা।

Leave a Reply