নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চলচিত্র তারকা ও টলিউডের জনপ্রিয় শিল্পী অভিষেক চ্যাটার্জী আকষ্মিক মৃত্যুতে শোকাহত টালিগঞ্জ টলি পাড়া থেকে নায়ক ,নায়িকা থেকে কলাকুশুলি সবাই। রানাঘাটের বাসিন্দা রংগিত ঘোষ অনেক সিরিয়াল ,সিনেমা ,নাটক করেছেন। তিনি অভিষেক চ্যাটার্জীর সাথে সিরিয়াল করেছেন কয়েকটা। তার সম্বন্ধে স্মৃতি চরণ করলেন আমাদের শোনালেন সেই মিষ্টি মধুর স্মৃতি—
প্রয়াত অভিনেত অভিষেক চ্যাটার্জীর স্মৃতি চরণ করলেন অভিনেত রংগিত ঘোষ।

Leave a Reply