পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বিলা চিরসবুজ সংঘ ক্লাব ভবনে গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে কর্মীসভার আয়োজন করা হয়,এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা কনভেনার অমর ঘোষ, রাজ্য কমিটির সদস্য সমীর চক্রবর্তী, বিশ্বনাথ ধারা, অজিত কুমার প্রসাদ, চন্দ্রকোনা রোড ইউনিটের সভাপতি দেবব্রত রানাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, মূলত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পর্যালোচনা করা হয় এই কর্মীসভায়,পাশাপাশি আগামী দিনে বিভিন্ন দাবি দাবা নিয়ে কী কী কর্মসূচি গ্রহণ করবে সেই বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। এই সম্বন্ধে জেলা কমিটির কনভেনার অমর ঘোষ বলেন গৃহ শিক্ষকতা করে তাদের রুজি রোজগার কিন্তু তাদের এই রুজি রোজগারে পাবা বসাচ্ছে বেশ কিছু অসাধু আইন লঙ্ঘনকারী স্কুল শিক্ষক, তাই আগামী দিনে এইসব অসাধু স্কুল শিক্ষকের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যেই আজকের এই কর্মীসভায়।
চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বিলা চির সবুজ সংঘ ক্লাব ভবনে গৃহ শিক্ষক কল্যাণ সমিতির কর্মী সভা।












Leave a Reply