নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-রাম নবমী উপলক্ষে বিশাল দধর্মীয় শোভাযাত্রা পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদে উদ্যোগে, রবিবার এগারোটা নাগাদ শুরু হলো বিশাল শোভাযাত্রা কভিড বিধি রাজ্য থেকে উঠতেই রামনবমী উপলক্ষে মালদা জেলার বিভিন্ন জায়গায় সাথে হবিবপুর ব্লকের আইহো অঞ্চলে বিশাল শোভাযাত্রা বের হয় এই মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পুলিশের করানজরদারি ছিলো।এই মিছিল আইহো বক্সীনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে আইহো বাস স্ট্যান্ড হয়ে এই মিছিল আইহো বাজার পরিক্রমা করে পুনরায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয় এই সভা যাত্রা মিছিলে সামনে শ্রীরামের ছবি নিয়ে সভাযাত্রায় দেখতে পাওয়া যায়। রামনবমী উপলক্ষে হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে আর সেই বিশ্বাস রেখে এই মিছিলে, জয় শ্রীরাম ধ্বনি তুলে এই মিছিলে পা মিলিয়ে ছোট থেকে বড় সকলেই এই মিছিল শেষে সবার হাতে লাড্ডু বিতরন করাহয়।
রাম নবমী উপলক্ষে বিশাল দধর্মীয় শোভাযাত্রা পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদে উদ্যোগে।












Leave a Reply