পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা মারল এক মারুতি গাড়ি। ঘটনায় আহত একাধিক জন।যার মধ্যে একজন মহিলা এবং একজন শিশু রয়েছে বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা এলাকায়।ঘটনায় জানা যায় পথচলতি একটি মারুতি গাড়ি খাকুড়দা দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় খাকুড়দা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি সহ পথচলতি মানুষদের ধাক্কা মারে।ঘটনায় আহত হয় একাধিকজন।স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হসপিটাল ও চিকিৎসালয়ে নিয়ে যায়।এর মধ্যে কিছু জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল হসপিটালে স্থানান্তর করা হয়েছে বলে সূত্রের খবর।এই ঘটনার ফলে উত্তেজনার পরিবেশ তৈরি হয় এলাকায়। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় বেলদা খাকুড়দাগামী রাজ্য সড়কের খাকুড়দাতে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন।পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।ঘাতক গাড়িটিকে আটক করেছে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।সেই সঙ্গে যান্ত্রিক ত্রুটি, নাকি চালক মদ্যপ অবস্থায় ছিল সেই নিয়ে উঠছে নানা প্রশ্ন চিহ্ন।তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন ।
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি এবং পথচলতি মানুষদের ধাক্কা মারল এক মারুতি গাড়ি,বেলদা থানার খাকুড়দা এলাকায়।












Leave a Reply