ব্যাঘ্রেশ্বর জিউর মন্দিরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হল গাজন মেলার অগ্নীপাট।

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এর ঐতিহ্য মন্ডিত বেলিয়াবেড়া এলাকার শ্রীশ্রী বাঘেশ্বর জিউর মন্দির।ওই মন্দিরে প্রতিবছরের ন্যায় এ বছর শুরু উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে গাজন মেলা।করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে গাজন মেলাকে কেন্দ্রকরে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা।তবে ওই গজন মেলার নিয়ম অনুযায়ী ভক্তগণ পাঁচদিন নির্জলা উপবাস থাকার পর এদিন আগুনের উপর দিয়ে পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করেন এবং রাত্রে আতপ চালের ভাত খেয়ে উপবাস ভঙ্গ করেন।যা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় হয়।ওই গজন মেলাকে কেন্দ্রকরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বেলিয়াবেড়া রাজবাড়ির বংশধর সুরজিৎ দাস বলেন, ‘প্রায় ৪০০বছর ধরে চলে আসছে। আগের বছর করোনা আবহে বন্ধ ছিল এই গাজন মেলা। তাই এবছর প্রচুর ভিড় হয়েছে এই মেলাকে ঘিরে। প্রায় ১৫হাজার লোকের সমাগম হয়েছে এবছর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *