পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী হরেশ্বরজীউর মন্দিরে গাজন উৎসব উপলক্ষ্যে নিলরাত্রীর দিনে শিবের মাথায় জল দুধ ডাব ঢালতে মন্দিরের ভেতরে উপচে পড়ল ভক্তদের ভিড়।
কংসাবতী নদীর থেকে জল তুলে মাথায় করে নিয়ে এসে জল ঢালাই এখানকার রীতি।রীতি মেনেই নীলপূজার দিন সকাল থেকেই চলছে জল বাংলার কাজ।
২০০ বছরের ঐতিহ্যবাহী শিবালয় মন্দিরে গাজন উপলক্ষ্যে কয়েকদিন ধরে চলছে পাট ভক্তার নাচ , প্রতিদিন তা দেখার জন্য মন্দির চত্বরে ভিড় হয় সন্ধ্যার পর থেকে।
গাজনের শেষ দিনে ভোর রাতে নীলঘরে আগুন দেওয়ায় রীতি অনুযায়ী তার হয়ে আসছে দীর্ঘ বছর ধরে।
তাঁর আগে সকাল থেকেই নস্করদিঘী সহ পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ দুশত বছরের ঐতিহ্যবাহী হরেশ্বরজীউর কাছে মানসিক করে থাকে আর তা পূর্ন হলে ভক্তরা ওই শিবালয় মন্দিরে জল ঢালতে আসেন ওইদিনে।
বেশ কয়েকবছর আগে একই স্থানে একটা শিবলিঙ্গ সহ ছিল ছোট্ট এক মন্দির,সেখান থেকে গ্রাম কমিটি দায়িত্ব নিয়ে মন্দির সংস্কার করে নতুন করে মন্দির নির্মাণ করে। তবে নতুন করে মন্দির নির্মাণের জন্য বন্ধ থাকে গাজন উৎসব। পরে গ্রামে এক কমিটি গঠন করে নতুন করে শুরু হয় গাজন উৎসব।
গ্রামের গাজন উৎসব শুরু হলে আনন্দিত ও উৎসাহিত হয়ে এগিয়ে আসে গ্রামের সকল মানুষজন।
গাজন উৎসব উপলক্ষ্যে নিলরাত্রীর দিনে সাড়ম্বরে হল শিবের মাথায় জল ঢালা।












Leave a Reply