রাজ্যজুড়ে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে খড়গপুর লোকাল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ এসএফআই ও ডিওয়াইএফআই মহিলা সংগঠনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাজ্যজুড়ে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে, মহিলাদের নিরাপত্তা সহ আইন-শৃংখলার দাবি নিয়ে বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও রাজ্য সড়ক অবরোধ করলো এসএফআই ও ডিওয়াইএফআই মহিলা সংগঠন। এই দিন এই সংগঠনের কয়েকশো মহিলা এই বিক্ষোভ প্রদর্শনের সামিল হন। তাদের বক্তব্য মহিলাদের নিরাপত্তা দিতে হবে পাশাপাশি আইন-শৃংখলার পরিবর্তন ঘটাতে হবে। তবে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মহিলা সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *