ময়নাগুড়ি, নিজস্ব সংবাদদাতা : ময়নাগুড়ির জোরপাকরি এলাকার এক নাবালিকাকে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনার পর মাস দুয়েক পর হুমকি দেয় অভিযুক্তের পক্ষ থেকে বলে অভিযোগ। যার জেরে নাবালিকাটি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনার পর থেকেই নাবালিকাটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এদিকে এই ঘটনার পর শনিবার নাবালিকার বাড়ি সহ এলাকায় গেলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। তারা এদিন ব্রহ্মপুর এলাকায় যান এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিন জয়ন্ত বাবু বলেন, ” আমরা নাবালিকার সাথে মেডিকেল কলেজে দেখা করেছি। পরিবারের সাথেও কথা বলেছি। আমরা তাদের পাশে আছি সব সময়। আর আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
জানা যায় সেখান থেকে বেরিয়ে ময়নাগুড়ি শহরে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার মূল অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মিছিল করবেন। এমনকি ময়নাগুড়ি থানায় স্মারকলিপি প্রদান করবেন।
Leave a Reply