বিষ্ণুপুর S D P O সাহেবের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ।

আবদুল হাই, বাঁকুড়াঃ মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলছে সারা বিশ্ব জুড়ে।।সারা বছর মুসলিম ধর্মাবলম্বীরা এই রমজান মাসে রোজা পালন করে। পবিত্র রমজান মাসে আট থেকে আশি বছরের মানুষ রোজা রাখে। মানব জীবনের আত্মিক পরিশুদ্ধি লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রোজা।হাতে মাত্র কয়েকটা দিন তারপর ধুমধামে পালিত হবে খুশির ঈদ।

বিষ্ণুপুর S D P O সাহেবের উদ্যোগে ঈদ উপলক্ষে বাঁকুড়া জেলার বেলিয়ারা গ্ৰামে দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন কচিকাঁচা থেকে শুরু করে পুরুষ ও মহিলা মোট দুশো জনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন রমজান উপলক্ষে রোজাদারদের ইফতার এর আয়োজন করা হয় প্রকাশঘাট পাঠান মসজিদে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর S D P O সাহেব,আই সি বিষ্ণুপুর, রাধানগর আউট পোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *