শাল গাছ কে মেরে ফেলার চক্রান্ত অভিযোগ উঠল একটি শপিং মলের বিরুদ্ধে ,বৃহত্তর আন্দোলনের পথে ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-  শাল গাছের জন্য ঝাড়গ্রাম এর নাম দেশ জুড়ে। শুধু দেশজুড়ে নয় বিদেশেও ঝাড়গ্রামে পরিচিত শাল গাছ এর জন্য। সেই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে একের পর এক শাল গাছ কে ধ্বংস করার খেলায় মেতে উঠছে অশুভ একশ্রেণীর মানুষ । ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র রঘুনাথপুর এলাকায় রাজ্য সড়কের পাশে একটি শপিং মল রয়েছে। ওই শপিং মলের নাম বিশাল শপিং মল। শপিং মলের সামনে থাকা বহু প্রাচীন একটি শাল গাছ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই গাছের গোড়ায় হিং দেওয়া হয়েছে। যার ফলে গাছটির পাতা ঝরে যাচ্ছে এবং ধীরে ধীরে গাছটি একেবারে মরে যাবে। অভিযোগের আঙুল উঠছে ওই শপিং মলের বিরুদ্ধে । যেখানে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বসবাস করেন। যেখানে প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। জেলার প্রাণকেন্দ্র এলাকায় শাল গাছ ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে ঝাড়্গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি। তাদের দাবি কারা শাল গাছ থেকে মেরে ফেলার চক্রান্ত করছে তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে তাহলে আগামী দিনে তারা ঝাড়গ্রাম স্তব্ধ করে বৃহত্তর আন্দোলন শুরু করবে। নাগরিক অধিকার সমিতির দাবি জঙ্গল ধ্বংস করা চলবে না, ঝাড়গ্রাম শহরে শাল গাছ নষ্ট হতে দেব না। আরো বেশি করে শাল গাছ লাগানো দরকার। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম কে বাঁচিয়ে রাখার জন্য শাল গাছের প্রয়োজন রয়েছে ।যারা ওই কাজে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলা হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে। তাদের দাবি এর আগেও বেশ কয়েকটি বহু প্রাচীন শাল গাছ রাতের অন্ধকারে প্রশাসনের চোখের সামনে কেটে ফেলে দেওয়া হয়েছে ।সেই সংবাদ বিভিন্ন কাগজে প্রকাশিত হয়েছিল । তা সত্বেও একইভাবে ঝাড়গ্রাম শহরে এক শ্রেণীর মানুষ শাল গাছ ধ্বংস করছেন । তার বিরুদ্ধে ঝাড়্গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতির আন্দোলন বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *