সালারে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি বাড়ি, আহত ৯জন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিডিও আশিস মণ্ডল ও জেলা যুব-সভাপতি আনারুল ইসলাম আনির।

২৯শে এপ্রিল শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সা লারের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি কম হলেও হঠাৎ দমকা হাওয়ায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু অঞ্চলে বাড়িঘর ভেঙ্গে কমবেশি ৯জন আহত।
কারোর মাথায় দেওয়ালের ইট পড়েছে, তো কারো মাথায় গাছের ডাল ভেঙে পড়েছে। ফসলের ক্ষতি হয়েছে অল্প বিস্তর।
কালবৈশাখী থামার পর সালারের রাস্তায় নামেন স্বয়ং বিডিও আশিস মণ্ডল ও বহরমপুর মুর্শিদাবাদ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল ইসলাম আনির।
আহতদের সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *