কচিকাঁচাদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দিল মল্লভূম প্রয়াসের কর্মীরা।

আবদুল হাই, বাঁকুড়া:- পবিত্র ঈদ একটি বড় উৎসব যে উৎসবে প্রত্যেকটি পরিবারের সদস্যরা নতুন জামা কাপড় এবং ভালো ভালো খাবার খেয়ে দিনটি উদযাপন করে। কিন্তু আমাদের সমাজ এত উন্নত হওয়া সত্ত্বেও কিছু পরিবার আজও সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে। যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না তাদের আবার নতুন পোশাক আসবে কোথা থেকে।

আর ওই পরিবারগুলোর মধ্যেই কিছু মানুষকে কিছুটা আনন্দের উপহার তুলে দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলো মল্লভূম প্রয়াস। বিষ্ণুপুরের শ্যামসুন্দরপুর এবং বাইপাস সংলগ্ন এলাকায় ৫০ জন বাচ্চা ছেলে মেয়েদের এবং মহিলাদের নতুন বস্ত্র সাথে কিছু খাদ্য সামগ্রী (লাচ্ছা, সেমাই, চিনি) তুলে দেওয়া হল ঈদের আনন্দের উপহার হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *