ইসলামপুরের ঈদগাহে ঈদের নমাজে দেখা গেল না ভীড়।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পবিত্র রমজানে একমাস রোজা পালন করার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান উৎসব ঈদ। এটা হল খুশির উৎসব। কিন্তু বাধ সাধছে প্রাকৃতিক দূর্যোগ। বৈশাখ মাসে ঝড় বৃষ্টির কারণে দুবরাজপুরের ইসলামপুর ঈদগাহ ময়দান এবারে পুরো ফাঁকা। যেখানে নমাজে একসাথে ১০ হাজার মানুষ নমাজ পড়ত। সেখানে আজ প্রায় ২০০ জন মানুষ নমাজ পড়লেন। তবে এই দূর্যোগের কারণে দুবরাজপুর শহরের প্রত্যেকটি মসজিদে নমাজের ব্যবস্থা করা হয়েছিল।ইসলামপুর উৎসব কমিটির চেয়ারম্যান সেখ নাজির উদ্দিন জানান, ইসলামপুর গ্ৰাম ষোল আনার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাকৃতিক দূর্যোগের কারণেই শহরের বিভিন্ন মসজিদে নমাজ পড়ানোর জন্য। গত দুবছর ধরে ঈদগাহ ময়দানে ঈদের দিন নমাজের জামাতে অংশ গ্ৰহন করতে পারেননি এলাকাবাসীরা। এ বছর করোনা আবহ থেকে মুক্তি পেলেও বাধ সাধলো প্রাকৃতিক দূর্যোগ। তবে ঈদের নমাজ প্রত্যেক মসজিদ এবং ঈদগাহে পড়া হয়। এদিন ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য্য, পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুন্ডু। নমাজ পড়ার পর প্রত্যেকেই শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *