ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় আগাম বৈঠক প্রশাসনের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– আমফান,ইয়াসের ক্ষত এখনো ঠিকভাবে শুকায়নি। এরই মাঝে আবার ঘুর্ণিঝড় অশনির সংকেত। আর সেই ঘুর্ণিঝড় অশনির মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন। দফায় দফায় বৈঠক করে আগাম সতর্ক করা হচ্ছে জেলাবাসীকে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অশনি ঝড়ের আগাম সতর্কতা হিসেবে ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক হলো রামনগর এক ব্লকের মিটিং হলে। যেখানে উপস্থিত ছিলেন রামনগর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, বিভিন্ন কোস্টাল থানার ওসি, সেচ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, রামনগর এক ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রধানরা উপস্থিত ছিলেন তাদের কথায় বিগত কয়েক বছর ধরেই এই সময়ে ইয়াস আম্ফান, আইলা, প্রভৃতি ঝড় উপকূল এলাকা দিয়ে বয়ে গেছে যার ফলে বিপর্যস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর উপকূল এলাকা গুলি। বিগত ইয়াস ঝড়ের ফলে পূর্ব মেদিনীপুর দিঘা তাজপুর মান্দারমনি এই সমস্ত কোস্টাল এলাকায় সমুদ্র বাঁধ ভেঙ্গে কার্যত বিপর্যস্ত হয়েছিলো ।কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন।তাই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিয়ে আগাম বৈঠক অনুষ্ঠিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *