আবদুল হাই, বাঁকুড়াঃ ৭ইমে শনিবার আনুমানিক সাড়ে বারোটা নাগাদ বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের রানাহাটের বেলপুকুর সন্নিকটে টার্নিং ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হয় এক ট্রাক্টর চালকের । খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে । এই ঘটনার খবর তরিঘড়ি ঘটনাস্থলে আসে কোতুলপুর থানার পুলিস।কোতুলপুর থানা র পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় ট্রাক্টর চালককে নিয়ে যাওয়া হয় গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । স্থানীয় সুত্র থেকে জানা যায় ট্রাক্টর চালকের নাম দিলীপ ঘোষ বয়স আনুমানিক 42 বছর বাড়ি আঙারশোলগ্রামে । এই ঘটনাই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া । ওই মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় কোতুলপুর থানার পুলিশ ।
Leave a Reply