বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে পরিণত হয়েছে। কিন্তু হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। তাই বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে আজ শনিবার বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস ও দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দুবরাজপুর বাসস্ট্যাণ্ডের কাছে অবরোধ করা হয়। পাশাপাশি এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করে দুবরাজপুর বাজার ও শহর পরিক্রমা করা হয়। এই মিছিল ও অবরোধে সামিল ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, প্রভাত চ্যাটার্জি, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, সাগর কুন্ডু, মানিক মুখার্জী, সনাতন পাল সহ আরো অনেকে।
বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ তৃণমূলের।

Leave a Reply