বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসায় রাজ্য জুড়ে প্রায় ৬০ জন কার্যকর্তার প্রাণ গেছে। তাই বীরভূম জেলার দুবরাজপুর বিজেপি শহর মন্ডলের উদ্যোগে আজ শনিবার ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি পালন করা হল। এদিন উপস্থিত বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, দুবরাজপুর শহর মন্ডল সভাপতি করুনাময় মুখার্জি সহ আরো অনেকে। এদিন দুবরাজপুর শহরের পাঁচটি মোড়ে একটি ট্যাবলো সহকারে ভোট পরবর্তী হিংসার চিত্র প্রদর্শনী করা হয়। এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর পোদ্দারবাঁধ মোড়ে রাণীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে।
ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে ট্যাবলো সহকারে চিত্র প্রদর্শনী।

Leave a Reply