শনিবার দুপুরে ১১ তম সর্বভারতীয় সম্মেলনের সাফল্য কামনা করে জলপাইগুড়ি শহরের বুকে মিছিল করল প্রাক্তন ও বর্তমান যুব আন্দোলনের কর্মী নেতৃত্ববৃন্দ।

নিজস্ব সংবাদদাতা জলপাইগুড়ি ৭ মে :— ডিওয়াইএফআই ১১ তম সর্বভারতীয় সম্মেলন আগামী ১২ থেকে ১৫ ই মে কলকাতার সল্টলেকের এসইজেড কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার দুপুরে ১১ তম সর্বভারতীয় সম্মেলনের সাফল্য কামনা করে জলপাইগুড়ি শহরের বুকে মিছিল করল প্রাক্তন ও বর্তমান যুব আন্দোলনের কর্মী নেতৃত্ববৃন্দ। প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব প্রাক্তন জেলা সম্পাদক ননীগোপাল মুকুটি, প্রাক্তন যুব নেতা সমিজ উদ্দিন আহমেদ, অশোক কুমার রায়,তপন গাঙ্গুলী, শক্তি গোস্বামী, বিপ্লব ঝা, মধুসূদন ঘোষ সহ বহু প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব এই মিছিলে পা মিছিলে পা মেলান। ডিওয়াইএফআইয়ের বর্তমান নেতৃত্ব জেলা সম্পাদক প্রদীপ কুমার দে, জেলা নেতৃত্ব দীপশুভ্র সান্যাল, অঞ্জন সেন, নীলাঞ্জন নিয়োগী, শুভেন্দু সাহা, দেবরাজ বর্মন, মমতাজ আলি, অহিদুল ইসলাম, সোহিনী রায়, কোয়েল রাহা রা সব বেকারের কাজের দাবিতে একসাথে পথ হাঁটেন। ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে জানান ধর্মনিরপেক্ষ ভারত গঠনের লক্ষ্যে, সব বেকার এর কাজের দাবিতে কলকাতার এসইজেড কমপ্লেক্সে ১২ থেকে ১৫ ই মে অনুষ্ঠিত হতে চলেছে ডিওয়াইএফ আই ১১ তম সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে গত এক মাস ধরে জেলাজুড়ে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। উত্তরের চারটি জেলার মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা ফুটবল টিম জয়ী হয়ে কলকাতায় রাজ্য ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে পৌঁছেছে।
৮ ই মে ময়নাগুড়ির ভোটপাট্টিতে স্বাধীনতার ৭৫ তম বর্ষ : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১২মে কলকাতায় সর্বভারতীয় সম্মেলন কে সামনে রেখে যে যুব সমাবেশ ডাক দেওয়া হয়েছে সেখানেও অংশগ্রহণ করবেন জেলার যুব আন্দোলনের কর্মী নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *