নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার সকালে ১৭ নম্বর জাতীয় সড়কের ফালাকাটা ব্লকের জটেশ্বরের আশুতোষ পল্লী এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে ৬ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তাঁরা একটি টোটো রিকশায় করে জটেশ্বরে অনুষ্ঠান বাড়ি যাচ্ছিলেন। এদিকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টোটো রিকশাটিতে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। জটেশ্বর ফাঁড়ি সূত্রে জানানো হয়েছে, ২ টি গাড়িকেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রবিবার সকালে ১৭ নম্বর জাতীয় সড়কের ফালাকাটা ব্লকের জটেশ্বরের আশুতোষ পল্লী এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে ৬ জন।

Leave a Reply